“কোম্পানির দক্ষ জনবলের প্রয়োজন এবং তৈরির লক্ষ্যেই Arodesk Learning-এর পথচলা।” এই পথচলায় Arodesk কোম্পানিতে এখন কোর্স এবং ইন্টর্ণশীপ সফলভাবে সম্পন্ন করে ১৫ জনেরও অধিক শিক্ষার্থী চাকুরি করছে।
ইনকামের বিষয়টি নির্ভর করতে মূলত আপনার বিষয় ভিত্তিক দক্ষতা এবং যোগ্যতার উপর। আমাদের গাইড লাইন এবং সাপোর্ট থাকবে আমাদের নির্দিষ্ট বিষয়ের উপর যেখানে আপনি আমাদের থেকে বিষয়টি শিখবেন এবং শেখার পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনি ইনকামের সুযোগ পাবেন সে বিষয়ে আপনাকে পরিপূর্ণ ধারনা দেওয়া হবে লোকাল এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস সম্পর্কে। এসকল বিষয়গুলোকে কাজে লাগিয়ে সময়, পরিশ্রম এবং ধর্য্যসহকারে এগিয়ে যেতে হবে। ইনকামের বিষয়টি মূলত আপনি একটি কাজের প্রতি কতটা ডেডিকেশন এর সাথে পরিশ্রম করছেন তার উপর নির্ভরশীল।
সফলভাবে কোর্স সম্পন্ন করার পর পারফরমেন্সের ভিত্তিতে ইন্টার্ণশিপের সুযোগ পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা।
দুঃখিত! আমরা কখনও কোন শিক্ষার্থীকে কোন প্রকার নিশ্চয়তা দিয়ে ভর্তি নেই না। আপনি যে
বিষয়টি শিখতে চান সে বিষয়টি যদি সম্পন্ন করতে পারেন যেমন- নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, আমাদের গাইডলাইন ফলো করা, এবং পরীক্ষা সম্পন্ন করার মাধ্যমে আপনি আমাদের জব প্লেসমেন্ট টিম এর থেকে সহযোগিতা পাবেন। আমাদের জব প্লেসমেন্ট টিম আপার সিভি এবং পোর্টফোলিও রেফার করবে বিভিন্ন কোম্পানিতে।
ভর্তির সময় ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
এস.এস. সি অথবা যেকোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ১ কপি ফটোকপি।
অথবা আপনার ভর্তি সম্পন্ন করতে পারবেন অনলাইন ফরম পূরণের মাধ্যমে।
আমাদের শিক্ষার্থীরা মার্কেটপ্লেস এর পাশাপাশি তার পরিশ্রমের দ্বারা নিজের বিজনেস, দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানি/এজেন্সিতে কাজ করার সুযোগ রয়েছে।
হ্যাঁ। আপনি যদি কোর্সটি সফলভাবে শেষ করেন তাহলে একটি সার্টিফিকেট পাবেন এবং কোর্স শেষে আপনি একটি অ্যাসেসমেন্ট দিয়ে সরকারি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেট পেতে পারেন।
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট সম্পন্ন আলাদা কোর্স। বিস্তারিত জানতে আমাদের কোঅর্ডিনেটরের সাথে সরাসরি বা ফোনে কথা বলতে পারেন। অথবা আমাদের সেমিনারে অংশ নিলে আপনার ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর কন্সেপ্ট ক্লিয়ার হবে।
সপ্তাহে ৭ দিন সকাল ৯টা - সন্ধ্যা ৬টা আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে। আপনি আপনার সুবিধামতো যে কোন সময়ে চলে আসতে পারেন। প্রয়োজনে কল করতে পারেন ০১৭১৭৭০৭০৭৩ নাম্বারে।
এমন একটি প্লাটফর্ম যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা (In-person & Online) মিলিত হয় এবং নিজেদের সমস্যা নিয়ে অভিজ্ঞদের সহচর্যে (One to One) থেকে সমাধান করে নিতে পারে। প্রশিক্ষকের সরাসরি তত্ত¡বধানে আগ্রহীরা নিজের কাজের চর্চা এবং কাজের ভুল-ত্রুটি সংশোধন, দক্ষতা উন্নয়ন এবং দিকনির্দেশনা পেয়ে থাকে। যাদের কম্পিউটার বা হাই কনফিগারেশন কম্পিউটার নেই, ইন্টারনেট নেই এবং যারা ক্লাসে প্রশ্ন করতে লজ্জা/দ্বিধা বোধ করে তাদের জন্য Arodesk Club একটি তীর্থস্থান। এই ক্লাবে এসে আগ্রহী শিক্ষার্থীরা তাদের Idea & Creativity Sharing, সৃজনশীলতা চর্চা এবং কর্পোরেট পরিবেশের সাথে পরিচিত হওয়া ইত্যাদি সুবিধা সমূহ পেয়ে থাকে।
অ্যারোডেস্ক লার্নিং তাদের শিক্ষার্থীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে এসেছে। যাতে করে একজন শিক্ষার্থীর শেখা হয় আরো সহজে এবং দ্রুত। প্রতিদিন ১ বেলা সাপোর্ট মূলত কাজ করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে এটি পরিচালিত হয় অনলাইনে। প্রতিদিন বিকাল ৩-৫ টা পর্যন্ত এই সার্ভিস পেয়ে থাকে আমাদের শিক্ষার্থীরা।