গ্রাফিক্স ডিজাইনারদের Freelancing মানেই কী শুধু Freelancer,Fiverr এবং Upwork?
Freelancing-কে যারা ক্যারিয়ার হিসেবে নিতে যাচ্ছেন তাদের মার্কেটপ্লেস বলতে বা কাজ করার আগ্রহ বা চেনেন কেবল Freelancer,Fiverr এবং Upwork. এই ফ্রিল্যান্সিং সেক্টরগুলো টপ রেটেড মার্কেটপ্লেস গুলোর মধ্য অন্যতম। তবে এছাড়াও অনেক মার্কেটপ্লেস আছে যেখানে ক্লায়েন্টের সংখ্যা এবং কাজের সংখ্যাও অনেক বেশি। এবং দক্ষদের জন্য রয়েছে অপার সম্ভাবনা কেননা এখানে অন্য জনপ্রিয় মার্কেপ্লেসের থেকে তুলনামূলক প্রতিযোগিতা কম হয় যার ফলে কাজ পাওয়া কিছুটা সহজ হয়।
আবার এমন কিছু জায়গাও রয়েছে যেখানে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন (যেগুলো বলা হয় প্যাসিভ ইনকাম)।
Toptal এটি বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলির সাথে বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সারদের সংযুক্ত করে। এখানে মূলত একটি কাজের জন্য একজন দক্ষ ফ্রিল্যান্সার খুজে পেতে ২৪ ঘণ্টা সময় লাগে।
99 Design মার্কেটপ্লেসটি ফোকাস করে থাকে গ্রাফিক ডিজাইনারদের। ডিজাইনিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে শুরুটা হতে পারে এখান থেকেই।
Guru হল একটি অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস যেখানে বিশ্বজুড়ে ক্লায়েন্টরা তাদের প্রজেক্টের জন্য দক্ষ ফ্রিল্যান্সারদের খুঁজে পায় এবং নিয়োগ করে। ক্লাইন্ট তাদের প্রোজেক্ট বিবরণী দিয়ে পোস্ট করে এবং ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা ও কাজের পোর্টফলিও দেখিয়ে ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করে।
We Work Remotely এখানে মূলত আপনি প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানির জব পোস্ট পাবেন যেগুলো সব ঘরে বসে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সাররা এখানে তাদের দক্ষতা অনুযায়ী জব পোস্ট গুলোতে অ্যাপ্লাই করে থাকে।
প্যাসিভ ইনকামের জন্য আপনি কাজ করতে পারেন-
- Freepik
- Adobe Stock Image
- Sutter Stock Image
- Creative Market
- Envato Market
এসকল মার্কেটে আপনি আপনার বেস্ট কাজ গুলো আপলোড দিয়ে সেখানে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারেন।
তাই কম্পিটিশনের এই দুনিয়াতে নিজেকে না হারিয়ে এমন সব তুলনামূলক কম প্রতিযোগিতামূলক জায়গাই কাজ করার সুযোগ তৈরি করে নিজের ক্যারিয়ারে এগিয়ে যান।