Back

রিফান্ড পলিসি

  • যদি কোন কারনবসত লাইভ ক্লাস শুরু হওয়ার তারিখ এর পূর্বে বাতিল করা হয় তাহলে সকল ইনরোল করা শিক্ষার্থী ১০০% টাকা ফেরত পাবেন ৭-১০ কার্যদিবসের মধ্য। 
  • যদি একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর কোর্স শুরু হওয়ার নির্ধারিত তারিখের আগে ভর্তি বাতিল করতে চায় সেক্ষেত্রে ১০০% টাকা ফেরত পাবেন ৭-১০ কার্যদিবসের মধ্য। 
  • যদি একজন শিক্ষার্থী আমাদের দেওয়া ক্লাস সময় ও দিন তার নিজ/অন্য কোন সমস্যার কারণে ক্লাস করতে না পারে সে ক্ষেত্রে অ্যারোডেস্ক লার্নিং শিক্ষার্থীকে পরবর্তী ব্যাচে ক্লাস করার ব্যবস্থা করে দিবে। তবুও যদিও একজন শিক্ষার্থী চায় ভর্তি বাতিল করতে সেক্ষেত্রে তার সমস্যা বিবেচনা করে সর্বোচ্চ ৮০% টাকা ফেরত পাবেন ৭-১০ কার্যদিবসের মধ্য অ্যারোডেস্ক সার্পোট টিম অথবা ম্যানেজার ই-মেইল অথবা ফোন কল করে পরিশোধ সর্ম্পূন্ন করবেন। 
  • ক্লাস শুরুর ৭ দিন পর কোনো প্রকার টাকা রিফান্ড প্রদান করা হবে না।